Gør som tusindvis af andre bogelskere
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.Du kan altid afmelde dig igen.
কাহিনিটা ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক ও তার বউ ইলার। শুরু হয়েছে টক ঝাল মিষ্টি দাম্পত্য প্রেম আর চেনা জানা শহুরে জীবনের রম্য ছবি দিয়ে। তারপর এক সময় পাঠককে আটকে ফেলে নিয়ে যায় এমন এক স্থানে যেখানে মধ্য বয়স সংকটের সাথে যুক্ত হয়েছে সমসাময়িক জাতীয় সংকট।
গ্রাম হতে উঠে আসা প্রচন্ড মেধাবী এক ছেলে ভর্তি হয় দেশের নামকরা এক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এই সময়টাতে তার জীবন দর্শনে বিরাট পরিবর্তন ঘটে। অন্যদিকে সেই 'পরিবর্তিত দর্শন' তার বউয়ের কাছে ভুল মনে হয়ে। যার কারণে তাদের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয়। দুইজন দুই মেরুতে অবস্থান নেন। পরবর্তীতে বিভিন্ন ঘটনা ও কর্মকান্ডের মাধ্যমে আবার আদর্শ ও চিন্তার পরিবর্তন হয়। এইভাবে বার বার বিভিন্ন কারণে-অকারনে মানুষ তার আদর্শগত অবস্থান পরিবর্তন করে। ফলে মাঝে মাঝে বিরাট মাশুল দিতে হয়। আবার প্রাপ্তিও থাকে। এই তো জীবন।
আলবোর্জ আজার তাঁর ধারাবাহিক গ্রন্থাবলীর প্রথম উপন্যাস 'কার কাজ' প্যান্টিয়া (লানা)কে উৎসর্গ করেন। ২০১৮ সালের মার্চ মাসের একটি ঘটনার পর, প্রেমিকা প্যান্টিয়া ওরফে লানার অনুপ্রেরণায় তিনি তাঁর স্মৃতিকথা লিখতে শুরু করেন।প্যান্টিয়া তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাইত না, তাই আজার জানতেন, প্যান্টিয়াকে প্রচারের আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু তার প্রতি আজারের যে গভীর প্রেম ছিল, সেই অসাধারণ অভিজ্ঞতা লিপিবদ্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে প্যান্টিয়া (বর্তমানে ৪১ বছর বয়স্ক) এবং আলবোর্জ (বর্তমানে ৬৬ বছর বয়স্ক)এর কাহিনী দ্বারা বইটি অনুপ্রাণিত। আলবোর্জ জানতে পারেন, প্যান্টিয়া ভালবাসায় বিশ্বাস করে না। কিন্তু সে তাঁকে বুঝিয়ে দেয় যে যাকে তিনি ভালবাসা মনে করছেন, তা নিঃশর্তভাবে কারও প্রকৃত যত্ন নেওয়ার সঙ্গে এক নয়।
মস্ত বড় এই পৃথিবী, তার চেয়ে বড় মানুষের মাথা। মাথা বলতে ব্রেইন। ব্রেইন এতো বড়, এত তিখর ধারণাতীত। এই ব্রেইন এক করে ফেলতে পারে আসমান জমিন। আবার এই ব্রেইনই মানুষ করে তুলেছে মহান সেই সাথে করে তুলেছে পুশুর চেয়ে নিকৃষ্ট । যার যার দৃষ্টি ভঙ্গি, কাকে কোথায় নিয়ে যায়, বলা যায় না। আজ আমার চিন্তা চেতনা নিয়ে এসেছে আপনাদের দ্বারে, আপনাদের দুয়ারে, আশা রাখি ফেলে দিবেন না ডাস্টবিনে। একটি কবিতা লিখার প্রয়াস নিয়ে বসি যখন কলম হাতে এ হাত থর থর করে উঠে কেঁপে। রবি ঠাকুরের শেষের কবিতায় মন মনস্তর হয়ে উঠে। কাজী নজরুলের সেই দুঃখু মিয়া হতে সাধ জাগে, বা জীবন বাবুর ন্যায় আবার আসিব ফিরে ধানসিঁড়ির ঐ তীরে, হাসন রাজার ভাটিয়ালি সুরে গাহিব গান নদীর কোল ঘেঁষে খুঁজে ফিরিব সতেজ বাঙালি প্রান বাংলার মাঠ - মাঠন্তরে । আরও সাধ জাগে, হুমায়ন আহমেদর হিমু চরিত্রে হাঁটিব রাত ফুটপাত ধরে। একটি কবিতা লিখার প্রয়াস নিয়ে বসি যখন কলম হাতে, এ হাত থর থর করে উঠে কেঁপে । এই কবিতার পাংউক্তলি তাই সসম্মানে গচিত রাখি। উৎসর্গ করি কবি গুরুজনদের, জ্ঞাপন করি আরও শ্রদ্বা ভরা ভক্তি । ধন্যবাদান্তে, মাহমুদুল আলম দিপু
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.