Bag om ভৌতিক গল্পগুচ্ছ
লেখক পরিচিতি - সঞ্চারী ভট্টাচাৰ্য্য,জন্ম ৩রা জানুয়ারী, ১৯৯০ সালে কলকাতায় ।কলকাতার মধ্যমগ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসেন ।ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেওয়ার পর লেখালিখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন।নিজস্ব ফেসবুক গ্রূপে লেখালিখির করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি ।ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূততত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে এরপর নিজস্ব ভৌতিক উপন্যাসটি প্রকাশিত হয় ২০২০ সালের কলকাতা বইমেলায় ""মেহেরুন্নিসা""। খোয়াই পাবলিসিং হাউস থেকে এই সমাদরটি অর্জনের পরেও থেমে থাকেননি তিনি। সাঁঝবাতি, সূচনা, শিল্পনীড় সাংস্কৃতিক পত্রিকা, প্রগতি পত্রিকা, বৃত্তের বাইরে, হিয়ার কথা, বইবাড়ি(বাংলাদেশ), চন্দ্রপ্রভা(বাংলাদেশ), কান্ডারি, রোদের ডানা, বুক রিডার্স পাবলিকেশন, স্টোরি মিরর,প্রভৃতি জনপ্রিয় পত্র পত্রিকাতেও লেখালিখি করেছেন এবং বর্তমানেও করে চলেছেন নিয়মিতভাবে।অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনকেই পাথেয় করে চলতে চান তিনি । প্রতিলিপি এপেও তিনি একজন টপ রেটেড লেখিকা ।প্রতিলিপিতে তার পাঠকসংখ্যা প্রায় আড়াই লক্ষের বেশি ।
Vis mere