Bag om Birendra Samagra I
শান্তিনিকেতন ১৯৯০। পদার্থ বিদ্যার গবেষণার কাজে কোলকাতা ছেড়ে শান্তিনিকেতনে আসতে হয় অনিরুদ্ধ চৌধুরী কে। এই শান্তিনিকেতনে এসে এমন একটি মানুষের সঙ্গে তার আলাপ হয় যে তার জীবনের গতিপথ চিরকালের মত ঘুরিয়ে দিয়েছিলো। বীরেন্দ্র সান্যাল। পেশায় হারপেটোলজিস্ট। অর্থাৎ সরীসৃপদের নিয়ে তার কাজ কারবার। তার চেহারাটি অনিরুদ্ধকে বারবার জয়বাবা ফেলুনাথের গুণময় বাগচির কথা মনে করিয়ে দিত। রীতিমত ব্যায়াম করা চেহারা। মানুষটির অদ্ভুত একটি গুন ছিল। ডিটেকশন এবং ডিডাক্সনের। যেহেতু সে পেশায় হারপেটোলজিস্ট এবং বেশীরভাগ সময়টাই তাকে জঙ্গলে কাজ করে কাটাতে হয়, সেহেতু তার ডিটেকশনের ক্ষমতা যে থাকবে তা স্বাভাবিক। কিন্তু তা সত্তেও অনিরুদ্ধর কেন জানি মনে হত যে বীরেন্দ্র সান্যাল অনেকটা গল্পের গোয়েন্দাদের মতো। বীরেন্দ্রর সাথে আলাপ হওয়ার পর অনিরুদ্ধর সেই ধারণাটা আরও বদ্ধমূল হয়ে যায়। তারপর ঘটে সেই ঘটনাটি যা অনিরুদ্ধর জীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছিলো।
Vis mere